আমুদরিয়া নিউজ : লক্ষ্মীপুজোর দিন স্বামী-স্ত্রীর মধ্যে গোলমাল হয়েছিল। স্ত্রী রাগ করে মায়ের সঙ্গে তারাপীঠে চলে যান। সেখানে গোলমাল মেটানোর নাম করে স্বামীর তিন বন্ধু বধূটিকে ডাকেন। বিশ্বাস করে বধূটি একটি বাড়িতে যান. ফাঁকা বাড়িতে তাঁর স্বামীর তিন সহকর্মী মিলে তাঁকে গণধর্ষণ করেন বলে অভিযোগ। বধূটি সোমবার তারাপীঠ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ৩ জনকেই গ্রেফতার করেছে।
