আমুদরিয়া নিউজ : ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ব্রিটেন, ফ্রান্স এবং অন্য কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে নতুন জোট গড়তে আসরে নেমেছেন। সেই জোট ইউক্রেনের প্রতি তাদের এই সমর্থনের কথা জানিয়ে দিতে চায়। ব্রিটেন চাইছে, সেই জোটে আমেরিকাকে যুক্ত করতে। কিন্তু, বিষয়টি যে অত সহজ হবে না তা মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই। কারণ, রাশিয়াও গোটা বিষয়টির দিকে নজর রেখে পদক্ষেপ করতে আসরে নেমে পড়েছে। ইতিমধ্যেই আমেরিকার সঙ্গে ইউক্রেনের দূরত্ব তৈরি হয়েছে। সব মিলিয়ে নতুন জোটে শেষ পর্যন্ত কতগুলো দেশ যোগ দেয় সে দিকে তাকিয়ে আমেরিকা ও রাশিয়া।
