আমুদরিয়া নিউজ : প্রায় ১০০ বছরেরও বেশি সময় অস্ট্রেলিয়া ব্রিটিশদের উপনিবেশ ছিল। ১৯০১ সালে অস্ট্রেলিয়া স্বাধীন হয়েছে। এখনও কাগজে-কলমে ব্রিটিশ কমনওয়েলথের সদস্য অস্ট্রেলিয়ার সর্বোচ্চ প্রধান ব্রিটেনেরই রাজা হয়ে থাকেন। কিন্তু, ঔপনিবেশিক আমলে অস্ট্রেলিয়ায় বহু স্থানীয় অস্ট্রেলিয়কে খুন করা হয়, ভিটেছাড়া করা হয়। তাই ব্রিটিশ রাজা চার্লসকে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে গিয়ে হেনস্থা হতে হল। পার্লামেন্টের নির্দল সদস্যা লিডিয়া থর্প রাজাকে দেখেই স্লোগান দেন, ‘আমাদের জমি ফিরিয়ে দিন। আমাদের থেকে যা চুরি করেছেন, তা ফিরিয়ে দিন।