আমুদরিয়া নিউজ : বাসে খাবার পড়ে নোংরা হয়েছিল। তার থেকে বচসা এবং মারধর। মৃত্যু হয় এক ব্যক্তির। দেহ মেলে পুকুরের ধারে। ঘটনাটি দিল্লির বাওয়ানা এলাকার। ময়না তদন্তে জানা যায়, ব্যক্তির শরীরে রড ঢুকিয়েও অত্যাচার করা হয়। এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।
