আমুদরিয়া নিউজ : ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানদের ভাইফোঁটা দেওয়া হল। বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে সীমান্তে কর্তব্যরত জওয়ানদের এদিন ভাইফোঁটা দেওয়া হয়। দক্ষিণ মালদা বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে মালদার মহদিপুর অঞ্চলে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানদের ভাইফোঁটা দেওয়া হয়। শাঁখ বাজিয়ে উলু ধ্বনি দিয়ে জওয়ানদের ফোঁটা দেওয়া হয়। মিষ্টি মুখ করানো হয়। এদিন জওয়ানদের ফোঁটা দেন মহিলা বিএসএফরাও। বিজেপি মহিলা মোর্চার তরফে জানানো হয়, সারা বছর সীমান্তে প্রহরা দেন জওয়ানরা। উৎসবের দিনেও সংসার পরিবারের থেকে দূরে আমাদের নিরাপত্তা দিচ্ছেন তারা। তাদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় আমরা ভাইফোঁটা দিলাম। তারাও যাতে সুরক্ষিত থাকে ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি। সীমান্তে এদিন উৎসবের আবহ ছিল।