আমুদরিয়া নিউজঃ উত্তরবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ রুখতে সফল বিএসএফ। এমনই দাবি বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজির। বিএসএফের ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাংবাদিক সম্মেলন করে গত এক বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরেন ইন্সপেক্টর জেনারেল সূর্যকান্ত শর্মা। তিনি জানান, গত এক বছরে ভারত-বাংলাদেশ সীমান্তে সুরক্ষার কাজ অনেকটা বেড়েছে। আধুনিক পদ্ধতি অনুসরণ করে নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করা হয়েছে।
অনুপ্রবেশ রুখতে সিসি টিভি, বায়োমেট্রিক গেট সহ উন্নত মানের যন্ত্রের সাহায্যে নানা রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রায় ১০ শতাংশ কাটাতার বিহীন এলাকার সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। ওইসব অঞ্চল দিয়ে যাতে অনুপ্রবেশ না ঘটে তার জন্য সার্বিক ব্যবস্থা করা হচ্ছে। গরু পাচার রুখতেও বিএসএফ তৎপর। ১৯৬৫ সালে সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফের প্রতিষ্ঠা হলেও উত্তরবঙ্গে এই ফ্রন্টিয়ার কাজ শুরু করে ১৯৮৮ সালে।