আমুদরিয়া নিউজ : নেশাগ্রস্ত অবস্থায় একটি বৈদ্যুতিক স্কুটার চালানোর জন্য জনপ্রিয় ব্যান্ড বি টি এস-এর তারকা গায়ক সুগাকে ৯ লক্ষ টাকা জরিমানা করেছে সে দেশের আদালত। সুগার পুরো নাম মিন ইউন-গি।
সংবাদ সংস্থা জানিয়েছে, গত আগস্ট মাসে সে সিওলে তাঁর বাড়ির কাছে স্কুটার থেকে পড়ে যায়। পুলিশ তাঁকে উদ্ধার করে দেখে তিনি মদ্যপ অবস্থায় ইলেকট্রিক স্কুটারটি চালাচ্ছিলেন। তাঁর রক্তে অ্যালকোহলের মাত্রা বেশি মেলে। পপ তারকা অবশ্য আগেই ক্ষমা চেয়েছেন। কিন্তু, আদালত তাঁকে জরিমানা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।