আমুদরিয়া নিউজ : বুমরাহের বোলিং অ্যাকশন বোঝা মুশকিল। সে আপনাকে ইনসাইড এজে অথবা আউটসাইড এজে আউট করে দিতে পারে। দরকারে ধীর গতির বলও করতে পারে। সব মিলিয়ে মাঝেমধ্যে আনপ্লেয়েবল হয়ে ওঠে।
তাই আমার মনে হয়, বুমরাহ হল কমপ্লিট প্যাকেজ। এমনই বলেছেন অষ্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাকস্ওয়েল। এক সাক্ষাৎকারের তিনি একটি সংবাদ সংস্থাকে এ কথা জানান। তিনি যশস্বীকে নিয়েও কিছু কথা বলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল, যশস্বীর যা বয়স ও প্রতিভা তাতে ধারাবাহিকতা থাকলে সে আগামী দিনে ৪০টি টেস্ট সেঞ্চুরি করতে পারে।