আমুদরিয়া নিউজ : এক সময়ের তারকা অভিনেত্রী পুনম ধিলনের ফ্ল্যাটে থেকে চুরি টাকা, হিরের গয়না, কিছু ডলার চুরি করে ধরা পড়ল চোর। মুম্বইয়ের খার অঞ্চলের ঘটনা। ওই ফ্ল্যাটে পুনমের ছেলে আনমোল মাঝেমধ্যে থাকেন। তিনি বাইরে ছিলেন। সেই সময়ে কেউ ঢুকে আলমারি থেকে গয়না ও নগদ টাকা হাতিয়ে পালায়। এক লক্ষ টাকা দামের হিরের দুল, সঙ্গে প্রায় ৩৫ হাজার টাকা ও ৫০০ আমেরিকান ডলার চুরি যায় বলে অভিযোগ। পুলিশ তদন্তে নেমে একজনকে ধরেছে। তবে টাকা, গয়না মেলেনি। ধৃত রাজমিস্ত্রিদের দলে মিশে ওই বাড়ির উপরে নজর রাখে। সুযোগ বুঝে চুরি করে পালিয়েছিল।