আমুদরিয়া নিউজঃ বাজির কথা বললে যে নামটি আগে উঠে আসে, তা হল ‘বুড়িমার’। বাজির দুনিয়ায় বুড়িমার হল নামকরা ব্র্যান্ড। আজ থেকে দু দশক আগে বুড়িমার শব্দ বাজি বাজার কাপাত। সবচেয়ে বেশি নাম করেছিল বুড়িমার চকলেট বোম। কিন্তু বুড়িমার আসল পরিচয় জানেন কী? এই জায়গায় পৌঁছাতে তার সংগ্রামের ইতিহাস জানেন কী? বুড়িমার আসল নাম অন্নপূর্ণা দাস। স্বামীর মৃত্যুর এক বছর পর ১৯৪৮ সালে দুই সন্তানকে নিয়ে চলে আসেন এপার বাংলায়। সংসার চালাতে প্রথমে বিড়ির ব্যাবসা শুরু করেন।
কিন্তু বেশিদূর এগোতে পারেননি। এরপর সেলাইয়ের কাজ করেন। কিন্তু তাতেও সফলতা আসেনি। তারপর কালীপুজোর আগে বাজির দোকান দেন। তবে তিনি নিজে তৈরি করেছিলেন ছোট ছোট গোল এক ধরণের বাজি, যাতে অগ্নি সংযোগ করলে ভীষণ আওয়াজ করে ফেটে যায়। নাম দেন চকলেট বোম। এরপর থেকেই বুড়িমার চকলেট বোমের জনপ্রিয়তা বাড়তে থাকে। সঙ্গে অন্যান্য বোম মানুষের মন জিতে নেয়। এভাবে সাফল্য আসতে শুরু হয়। কোলকাতায় তিনি বাড়ি ও বানান। চারিদিকে বুড়িমার বোমার খ্যাতি ছড়িয়ে পড়ে। কিন্তু ১৯৯৬ সালে পরিবেশ সুরক্ষার কারণে শব্দ বাজির উপর সরকারি নিষেধাজ্ঞা জারি হয়। শব্দ বাজি বন্ধ হলেও বুড়িমার আতসবাজি তৈরি করতে থাকে। বুড়িমার মৃত্যুর পর তার পরবর্তী প্রজন্ম এখন এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হাওড়ায় বুড়িমার কারখানা রয়েছে।