আমুদরিয়া নিউজ: দীপাবলির রাতে পুড়ে ছাই হয়ে গেল একের পর এক বাজির দোকান। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ ঝাড়খণ্ডের বোকারোর গর্গ সেতু সংলগ্ন এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর প্রতিবারের মতই বাজি কেনার ভিড় ছিল ওই চত্বরে। আচমকাই বাজি ফাটতে শুরু করলে আতঙ্কে ক্রেতা-বিক্রেতা সহ অনেকেই সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচাতে চান।
হুড়োহুড়িতে পুড়ে যায় অন্তত ১৩-১৪ টি দোকান। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন এসে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীদের দাবি কয়েক লক্ষ টাকার বাজি পুড়ে গিয়েছে। ঘটনায় হতাহতের কোন খবর নেই। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।