আমুদরিয়া নিউজ : কন্নড় অভিনেত্রী রান্যা রাওয়ের সাথে সোনা পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার সাহিল জৈন নামে এক সোনা ব্যবসায়ী। তাকে ৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, মামলার প্রধান অভিযুক্ত রান্যা রাওকে ৩ মার্চ ১৪.২ কেজি সোনা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। বৃহস্পতিবার দায়রা আদালতে তার জামিন হওয়ার কথা রয়েছে।
