আমুদরিয়া নিউজ : ২০২৬ কমনওয়েলথ গেমসে বাদ দেওয়া হল ব্যাডমিন্টন, ক্রিকেট, হকি, স্কোয়াশ, টেবিল টেনিস, এবং কুস্তি। আন্তর্জাতিক স্তরে যে সব খেলায় সাফল্য রয়েছে ভারতের। বাদ দেওয়া হয়েছে শুটিং এবং তীরন্দাজিও। ২০২৬-এ কমনওয়েলথ গেমসে মাত্র ১০টি খেলা রাখা হয়েছে। উদ্যোক্তাদের দাবি, বাজেট কম থাকায় কয়েকটি খেলা বাদ দেওয়া হয়েছে। ২০২৬ সালের ২৩ জুলাই গ্লাসগোয় শুরু হবে গেমস। ২ অগস্ট পর্যন্ত চলবে।