আমুদরিয়া নিউজ : জম্মু – কাশ্মীরের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক হল শুক্রবার। সেখানে কেন্দ্রশাসিত অঞ্চলের বদলে জম্মু কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে প্রস্তাব পাস করানো হল।
যে প্রস্তাবের খসড়া তৈরি করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
ওই প্রস্তাবে কেন্দ্রীয় সরকারের কাছে জম্মু-কাশ্মীরকে তার পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর অনুরোধ করা হয়েছে। শীঘ্রই দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী।
তিনি দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে এই প্রস্তাব তুলে দেবেন।