আমুদরিয়া নিউজ : আবারও সান্দাকফুতে কলকাতার পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার দমদমের অশোকনগরের বাসিন্দা অঙ্কিতা ঘোষ নামে এক ২৮ বছর বয়সী তরুণীর মৃত্যু হয়েছে। তিনি সান্দাকফু বেড়াতে গিয়েছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়েছিলেন। মঙ্গলবার সেখান থেকে তুমলিংয়ে নেমে আসেন। সেখানেই রাতে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। কয়েকদিন আগে আশিস ভট্টাচার্য (৬৫) নামে কলকাতার ভবানীপুর এলাকার বাসিন্দার মৃত্যু হয় সান্দাকফু গিয়ে। পর্য়টন দফতর সান্দাকফুতে ভ্রমণকারীদের জন্য মেডিকেল টেস্ট বাধ্যতামূলক করার প্রক্রিয়া শুরু করেছে।