আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানের পাশে প্রাকৃতিক সৌন্দর্যের পসরা নিয়ে পর্যটকদের অপেক্ষায় আছে নতুন গড়ে ওঠা পর্যটন কেন্দ্র ছিপছিপে। বন দপ্তর ও স্থানীয় বাসিন্দাদের যৌথ তত্বাবধানে গড়ে তোলা ছিপছিপে এক সময়ে পিকনিক প্রেমীদের কাছে ছিলো প্রথম পসন্দের স্থান। দুহাজার ঊনিশ এর পর কোভিড পরিস্থিতিতে এই কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। পাঁচ বছর বাদে বন দপ্তর ও স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় ফের নতুন করে চালু হয় এই কেন্দ্রটি। চাবাগানের সবুজ গালিচার মাঝখান দিয়ে প্রবেশ করতে হবে এই কেন্দ্রে। ঢিল ছোড়া দুরত্বে রয়েছে ভুটান পাহাড়, বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল। পাশ দিয়ে স্বচ্ছ জল বুকে নিয়ে কুলকুল শব্দে বয়ে চলেছে পানা নদী। এমন প্রাকৃতিক সৌন্দর্যের পসরা নিয়ে পর্যটকদের কাছে ডাকছে ছিপছিপে।
উদ্যোক্তাদের দাবি পর্যটকরা এখানে এলে নিরাশ হবেননা। তারা চাইছেন সরকারি ব্যবস্থাপনায় এই পর্যটনকেন্দ্রটির পরিকাঠামো গড়ে তোলা হোক যাতে পর্যটকরা আরও আকৃষ্ট হন। ছিপছিপে পর্যটন কেন্দ্র সরকারি আনুকুল্যে পর্যটন মানচিত্রে স্থান পেলে এলাকার আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে বলে আশাবাদী উদ্যোক্তারা।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম