আমুদরিয়া নিউস: রাজ্য আবগারি দপ্তরের কুমারগ্রাম সার্কেলের কর্মীরা মঙ্গলবার দিনভর শামুকতলা থানার অন্তর্গত হিন্দুবস্তি, ছিপ্রা নতুনবাজার, লোকনাথপুর, কাঞ্জলিবস্তি, কার্তিকাবাজার এলাকায় চোলাই মদ তৈরির ঠেকগুলিতে অভিযান চালান। আবগারি দপ্তর এর কুমারগ্রাম সার্কেল সূত্রে জানা গেছে অভিযানে ত্রিশ লিটার চোলাই মদ ও চারশো লিটার চোলী মদ তৈরির উপকরণ নষ্ট করা হয়েছে। কাউকে গ্রেপ্তার করা যায়নি। চোলাই মদ সহ বিভিন্ন মাদক কারবারের বিরুদ্ধে অভিযান জারী থাকবে বলে জানান আবগারি দপ্তরের কুমারগ্রাম সার্কেলের ভারপ্রাপ্ত আধিকারিক।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম