আমুদরিয়া নিউজ : বিদ্রোহী গোষ্ঠীগুলির মৃত্যুর হুমকি সত্ত্বেও সেন্ট্রাল ব্যুরো অফ নারকোটিক্স (সিবিএন) এর নেতৃত্বে, অবৈধ পপি চাষের বিরুদ্ধে অভিযানে, অরুণাচল প্রদেশে ৬০০০ হেক্টর জমিতে পপি চাষ ধ্বংস করা হয়েছে। বিভিন্ন নিরাপত্তা সংস্থা এবং রাজ্য সরকার তাদের সহায়তা করেছিল। গত দুই মাস ধরে লোহিত, নামসাই এবং চাংলাং-এর মতো বেশ কয়েকটি জেলায় এই অভিযান পরিচালিত হয়েছিল।
