আমুদরিয়া নিউজঃ আলিপুরদুয়ারের বিভিন্ন চা বাগানের প্রচার ও জন সংযোগে জোর দিয়েছেন মাদারিহাট বিধানসভা উপ নির্বাচনের বিজেপি প্রার্থী। বৃহস্পতিবার সকালে বান্দাপানি অঞ্চলের জয় বীরপাড়া চা বাগানে হাজির হন বিজেপি প্রার্থী রাহুল লোহার। বাগানে চা পাতা তোলাতে ব্যস্ত শ্রমিকদের সঙ্গে কথা বলে প্রচার পারেন। এদিন শ্রমিকদের সঙ্গে কথা বলার সময় চা পাতা তুলে তাদের টুকরিতেও দেখা যায় বিজেপি প্রার্থীকে। তিনি বলেন, এই এলাকায় ভোট আসলেই কিছু বাগান খোলে। ভোট হয়ে যাওয়ার কিছুদিন পর বন্ধ হয়ে যায়। এখানে শ্রমিকরা মাত্র ১৩০ টাকা হাজিরা পান।
নরেন্দ্র মোদী সরকার মাসে ৩৫ কিলো চাল, উজ্জ্বলা গ্যাস না দিলে এনারা কিভাবে সংসার চালাতো। কেন্দ্র সরকারের তরফে এখানে শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এলাকার তৃণমূল নেতারা উন্নয়ন না করে কেবল দূর্নীতি করতে ব্যস্ত বলে এদিন অভিযোগ করেন বিজেপি প্রার্থী রাহুল লোহার।