আমুদরিয়া নিউজ : প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে মতবিরোধের জেরে কানাডার ডেপুটি প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ইস্তপা দিযেছেন। ১৬ ডিসেম্বর তিনি সরকারের যাবতীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে মতবিরোধের কারণেই ফ্রিল্যান্ড পদত্যাগ করেছেন বলে সে দেশের সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। অর্থমন্ত্রী পদেও ছিলেন ফ্রিল্যান্ড।
সম্প্রতি আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন যে ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই তিনি কানাডা থেকে আমদানিকৃত সকল পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপাবেন। এর পরে দ্রুত আমেরিকায় যান ট্রুডো। তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন।
এর পরে ফ্রিল্যান্ডের পদত্যাগ। তিনি তাঁর ইস্তফাপত্রে লিখেছেন, কানাডা গভীর চ্যালেঞ্জের মুখোমুখি। কানাডাকে এগিয়ে নেওয়ার ব্যাপারে ট্রুডোর সঙ্গে তাঁর মতবিরোধ রয়েছে বলে লিখেছেন তিনি।