আমুদরিয়া নিউজ : পাঞ্জাবে শৌর্য চক্র পুরস্কারপ্রাপ্ত শিক্ষক বলবিন্দর সিং সান্ধুকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত কানাডার একটি সশস্ত্র গোষ্ঠী। সুপ্রিম কোর্টে এ কথা জানিয়েছে, ভারতের সন্ত্রাসবিরোধী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। তারা জানিয়েছে, যে খালিস্তান লিবারেশন ফোর্সের সঙ্গে যুক্ত কানাডা ভিত্তিক একজন ব্যক্তি ২০২০ সালে তরণতারনে ওই খুনের ঘটনা ঘটায়।
ওই হলফনামায় এআইএ বলেছে যে সুখমিত পাল সিং ওরফে সানি টরন্টো এবং লক্ষবীর সিংকে ওই খুনের বরাত দেওয়া হয়েছিল। যাদের একজন জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালের ভাইপো। দুই হামলাকারী পলাতক রয়েছে।