আমুদরিয়া নিউজ : ক্যানসারে মৃত্যু হল মাত্র ৪৮ বছর বয়সী আমেরিকার জনপ্রিয় অভিনেতা গ্যাভিন ক্রিলের। সোমবার তাঁর মৃত্যু হয়। তিনি হ্যালো ডলিতে অভিনয়ের জন্য টোনি পুরস্কার পান। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। গ্যাভিন তাঁর প্রতিভার ছাপ রাখেন ব্রডওয়ে মঞ্চে।
