আমুদরিয়া নিউজ : সব ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরেই ক্যান্সারের ভ্যাকসিন (টিকা) বাজারে ছাড়বে রাশিয়া। সে দেশের সংবাদ সংস্থা তাস এ কথা জানিয়েছে। রাশিয়ার গামালিয়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আলেক্সজান্ডার গিন্টসবার্গ জানিয়েছেন, সেপ্টেম্বরের মাঝামাঝি বাজারে মিলতে পারে ক্যান্সারের টিকা। তিনি জানান, চিকিৎসাক্ষেত্রে এই টিকার ব্যবহার সংক্রান্ত অনুমোদনের জন্য তাঁরা স্বাস্থ্য মন্ত্রকে আবেদন করেছেন। অগস্টের শেষে অনুমোদন মিলতে পারে। তিনি জানান, যাঁরা ক্যান্সারে আক্রান্ত তাদেরকে ওই টিকা দেওয়া যাবে। টিকার মূল ওষুধ মানব শরীরে ঢোকার পর সেটি অল্প সময়ের মধ্যেই রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও উন্নত করে তোলে।
এই উন্নততর প্রতিরোধ ক্ষমতা ক্ষতিকর ক্যান্সারের কোষগুলোকে প্রথমে শনাক্ত করে ও ধীরে ধীরে ধ্বংস করে দেয়। তিনি দাবি করেন, পরীক্ষামূলক ব্যবহারে দেখা গিয়েছে, এই ভ্যাকসিন টিউমার ছড়িয়ে পড়া রুখতে পারে।