আমুদরিয়া নিউজ : স্ত্রী বসেছিলেন। স্বামী এসে জিজ্ঞাসা করলেন, আমার মানিব্যাগে ২০ হাজার টাকা ছিল। কোথায় গেল ? স্ত্রীর জবাব, তোমার আওয়াজ শোনা যাচ্ছে না। স্বামীর আবার প্রশ্ন, না বোঝার কী আছে ?
আমার মানিব্যাগে ২০ হাজার টাকা কোথায় গেল ? স্ত্রীর আবার বললেন, এখানে বসে কোনও আওয়াজ পাওয়া যাচ্ছে না। স্বামী রেগে গেলেন। স্ত্রী বললেন, বোসো এখানে, দেখাচ্ছি। স্বামীকে স্ত্রী তাঁর জায়গায় বসালেন। দিয়ে প্রশ্ন করলেন, কাল রাত ৩ টের সময় হোয়াটস্যাপে কার সঙ্গে কথা বলছিলে ? স্বামী নিরুত্তর। স্ত্রী আবার জিজ্ঞাসা করলেন, কালকে রাত ৩ টের সময় কার সঙ্গে কথা বলছিলে ? স্বামীর স্বীকারোক্তি, হ্যাঁ, সত্যিই শোনা যাচ্ছে না। ভাইরাল এই ট্রোল ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, আওয়াজ না শোনা বেশ কাজে দিয়েছে।