দুটো সেলাই মেশিন মূলধন, অনিতার সম্পদ এখন ৮০ কোটি টাকা ছাড়িয়েছে
আমুদরিয়া নিউজ : মাত্র দুটো সেলাই মেশিন দিয়ে শুরু। আজকে তিনি কোটি টাকার সাম্রাজ্যের মালকিন।
ভারতের মণীশ মালহোত্রা রীতু কুমার, সব্যসাচী মুখার্জী, আবু জানি, সন্দীপ খোসলা, তরুণ তাহিলিয়ানিরা বিশ্ব ফ্যাশন সাম্রাজ্যের শীর্ষস্থানীয় নাম।
তবে অনিতা ডোঙ্গরেকে দেশের সবথেকে ধনী এবং দ্রুত উঠে আসে ফ্যাশন ডিজাইনার হিসেবে মনে করা হয়। অনিতা বিশ্বব্যাপী ২৭০টিরও বেশি স্টোর সহ কয়েকশ’ কোটি টাকার ব্যবসা তৈরি করেছে ইতিমধ্যে।
অনিতার জন্ম ১৯৬৩ সালে মুম্বইয়ের একটা মধ্যবিত্ত পরিবার। তিনি হাউজ অফ অনিতা ডোঙ্গরের প্রতিষ্ঠাতা।
ইতিমধ্যেই তিনি অ্যান্ড, গ্লোবাল দেশি, অনিতা ডোঙ্গরে ব্রাইডাল, অনিতা ডোঙ্গরে গ্রাসরুট এবং অনিতা ডোঙ্গরে পিঙ্ক সিটি সহ একাধিক উল্লেখযোগ্য এবং সফল উদ্যোগের কারিগর। তিনি নীতা আম্বানি, রাধিকা বণিক, ঈশা আম্বানি, শ্লোকা আম্বানি, করিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, সারা আলি খান সহ ভারতের সেলিব্রিটি তারকাদের ড্রেস ডিজাইনার।