আমুদরিয়া নিউজ : জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায় একটি মিছিলের আয়োজক এবং অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দিয়ে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে শুক্রবার একটি মামলা দায়ের করা হয়েছে। ইসলামের পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারে পালিত কুদস দিবসে প্যালেস্তানীয়দের পক্ষে বিক্ষোভ ও আপত্তিকর স্লোগান ব্যবহার করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করায় এই মামলা দায়ের হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।