আমুদরিয়া নিউজ : জেলখানায় এতদিন চলতো জাতভিত্তিক কর্মবন্টন। অর্থাৎ তথাকথিত উচ্চ বর্ণের মানুষেরা রান্নার কাজ করতো এবং নিম্ন বর্ণের মানুষেরা পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্বে ছিল।
সুকন্যা শান্ত একজন নামকরা সাংবাদিক তিনিই সর্বপ্রথম এই নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন। বিচারপতি জে. বি. পাদ্রিওয়াল, বিচারপতি মনোজ মিশ্র এবং প্রধান বিচারপতি ডি. ওয়াই. চন্দ্রচুর এর একটি বেঞ্চ বসে এই বিষয়ে, তারা বলেন এই ধরনের জাতভিত্তিক বৈষম্য সংবিধানের ১৫ ধারা লঙ্ঘন করে।তারা আরও বলেন এই কুপ্রথা বন্ধ করতে আইনগুলির পরিবর্তন কাম্য এবং এই নতুন নিয়মগুলি ৩ মাসের মধ্যে কার্যকরী করতে হবে এমনটাই সূত্রের খবর।