আমুদরিয়া নিউজ : বিদেশের এক বিমানে এক রহস্যময়ী বেড়ালের প্রকোপ। রোম থেকে জার্মানির উদ্দেশ্য যাত্রা করার কথা থাকলেও ওই প্রাণীটির দরুণ দু’দিনের জন্য উড়তেই পারল না বিমান। যাওয়ার দিনক্ষণ, যাত্রার সময় সবই ঠিক ছিল। কিন্তু উড়ানের আগে হঠাতই শোনা গেল ‘ম্যাও’। তল্লাশি চালাতেই ধরা পড়ল বিমানের ভিতরে বসে মার্জার। কোনওভাবেই তাকে বাগে আনা যাচ্ছিল না। সে খালি এখান থেকে সেখান করে বেড়াচ্ছিল। দু’দিন পর অবশ্য সে নিজেই বেড়িয়ে যায়।
