আমুদরিয়া নিউজ : ঘরে কেউ নেই। পোষ্য কুকুরটি চুপটি করে বসে নজর রাখছে খাবার টেবিলের দিকে। সেখানে প্লেটে খাবার রাখা। মালিক হয়তো এসে খাবেন সেটি। বসে থাকতে থাকতে কুমতলব মাথায় আসে পোষ্যটির। আরেকটি টেবিলে রাখা সিসিটিভি ক্যামেরাটি প্রথমে মুখ দিয়ে ঠেলে সরিয়ে দেয় কুকুরটি। তারপর লেগে পরে টেবিলে রাখা খাবার খেয়ে সাফ করতে। তবে বাড়িতে রয়েছে একটি বিড়ালও। সেটি এসে ক্যামেরাটি যথাস্থানে রেখে দেয়। ভিডিওয় ধরা পড়ে খাবার চোরের দৃশ্য। দেখা যায় কুকুরটি এক মনে উচু হয়ে টেবিল থেকে খাবার খেতে ব্যস্ত। ভিডিও দেখে একটি কমেন্ট, দুজনেই বদমাশ।
