আমুদরিয়া নিউজ ডেস্কঃ দুর্নীতির দায়ে গ্রেপ্তার আরজিকর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতেই চাইল না সিবিআই। তবে শুধু সন্দীপ নন, একই দুর্নীতি মামলায় গ্রেপ্তার বাকি তিনজনকেও নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই পরিস্থিতিতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ-সহ বাকি তিন জন বিপ্লব সিনহা, আফসার আলি এবং সুমন হাজরাকে শেষ পর্যন্ত জেলা হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়। আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত তাদের বিচারবিভাগীয় হেয়াজতের নির্দেশ হয়েছে,
সিবিআইয়ের তরফে জানানো হয়, যে ইলেকট্রনিকস গ্যাজেট বাজেয়াপ্ত হয়েছে, সেগুলি থেকে আরও তথ্য সংগ্রহ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যে প্রক্রিয়ার জন্য কিছুটা সময় লাগবে। তাই এখন সন্দীপ-সহ চারজনকে নিজেদের হেফাজতে চাইছে না তারা। পরবর্তীতে দরকার হলে নিজেদের হেফাজতে নিয়ে ফের জিজ্ঞাবাদ করা হবে। নিজেদের হেফাজতে নিতে না চাওলেও বিচারবিভাগীয় হেফাজতের আবেদন করে সিবিআই, তা নিয়ে কিছুটা উষ্মাপ্রকাশ করেছে আদালত।
এদিকে সন্দীপ ঘোষের আইনজীবী এদিন জামিনের জন্য আবেদন করেন নি। একমাত্র আফসারের আইনজীবী সেই আবেদন করেন। কিন্তু তাঁর আবেদন মঞ্জুর হয়নি। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে এদিন আদালত চত্বরে বিক্ষোভ দেখাতে দেখা যায়। গাড়ি করে তাঁকে আদালত চত্বরে নামাতেই ধেয়ে আসে কটাক্ষ। তাঁকে এজলাসের দরজা ঘিরে বিক্ষোভ দেখান মহিলা আইনজীবীরা। সন্দীপকে জুতোও দেখানো হয়েছে।