আমুদরিয়া নিউজ : আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় চার্জশিট পেশ করল সিবিআই। প্রায দুমাসের মাথায় চার্জশিট জমা দিল সিবিআই। আদালত সূত্রে অনুসারে, মামলায় একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নাম দিয়েছে সিবিআই।
মত্ত অবস্থায় সঞ্জয় রাই ধর্ষণ ও খুন করে বলে সন্দেহ সিবিআইয়ের। মোট ২০০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। ২০০ পাতার প্রথম চার্জশিট জমা করা হয়েছে সোমবার ৮ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের মৃতদেহ মেলে। ইতিমধ্যেই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। সঞ্জয় তো প্রথমেই গ্রেফতার হয়। সোমবার শিয়ালদহ কোর্টে চার্জশিট পেশ হয়।