আমুদরিয়া নিউজ : সিমলার এক এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অফিসারের বাড়িতে তল্লাশি চালিযে প্রায ৫৬ লক্ষ টাকা উদ্ধার করেছে সিবিআই। অভিযোগ, তিনি ঘুষ নিয়েছেন। তবে অফিসার পলাতক। তাঁর ভাই যিনি ব্যাঙ্ক ম্যানেজার, তাঁকে সিবিআই হেফাজতে নেওয়া হয়েছে। সিবিআই সংবাদ মাধ্যমে জানিয়েছে, ইডি অফিসার তিন বছরের পুরনো প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) মামলার ক্ষেত্রে ঘুষ নিয়েছেন বলে অভিযোগ।