আমুদরিয়া নিউজ : আমেরিকা ও ফ্রান্সের মধ্যস্থতায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি অবশেষে শুরু হয়েছে। বুধবার ভোর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে দু-দেশই জানিয়ে দিয়েছে। এত ফলে প্রায় দেড় বছরের রক্তক্ষয়ী যুদ্ধ থামল। দুই দেশের চুক্তি অনুসারে, ৬০ দিনের মধ্যে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে। লেবাননের সরকারি বাহিনী সেখানে মোতায়েন করা হবে। হিজবুল্লাহর সদস্যরা ওই এলাকা ছেড়ে চলে যাবে। তাদের সেনাঘাঁটি সরবে। চুক্তিতে এটাও রয়েছে, হিজবুল্লাহ যুদ্ধবিরতির কোনো শর্ত না মানলে ইসরায়েলের পাল্টা জবাব দিতে পারবে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস গোষ্ঠী ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায়। জবাব দেয় ইসরায়েল। শুরু হয় গাজার যুদ্ধের। ফলে ৬০ হাজার ইসরায়েলি বাস্তুচ্যুত হন। ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর বেশির ভাগ শীর্ষ নেতার মৃত্যু হয়েছে। প্রায় সাড়ে তিন হাজারের বেশি সাধারণ বাসিন্দার মৃত্যু হয়েছে। হামাসের হাতে এখনও রয়েছেন শতাধিক অপহৃত ইজরায়েলি বাসিন্দা। তাঁদের মুক্তি কী ভাবে হবে তা অবশ্য এখনও স্পষ্ট নয়।