আমুদরিয়া নিউজ : কত কিছুই না হয়! আমেরিকার পেনসিলভানিয়ায় পিটসবার্গ চিড়িয়াখানায় মিকি নামের ম্যাকারনি পেঙ্গুইনের ৪০ তম জন্মদিন পালন করল কর্তৃপক্ষ। গত সপ্তাহে মিকির বয়স ৪০ হয়েছে। সাধারণত পেঙ্গুইন ১০ থেকে ১৫ বছর বাঁচে। কিন্তু, যত্ন আত্তি ঠিক থাকলে পেঙ্গুইন সর্বোচ্চ ২৫-২৬ বছর পর্যন্ত বাঁচে। তো মিকির ব্যাপারই আলাদা।
তাই কেক কেটে, বাজনা বাজিয়ে জন্মদিন পালন হল। লোকজন এল। ছবি তোলা হল।