আমুদরিয়া নিউজ : স্ত্রীর অনিচ্ছার বিরুদ্ধে সঙ্গম করা হলে তাকে ধর্ষণ বলাটা ঠিক হবে না বলে মনে করে কেন্দ্রীয় সরকার। কিছুদিন আগে এই সংক্রান্ত মামলায় কেন্দ্রের মত জানতে চেয়ে হলফনামা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। সেই প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, এই ধরনের ঘটনাকে যেন ফৌজদারি অপরাধের তালিকায় ফেলা ঠিক হবে না।
এই ব্যাপারে কেন্দ্রের যুক্তি, নারী নির্যাতন সংক্রান্ত যে সব আইন রয়েছে তাতে এই ধরনের অপরাধের শাস্তির বিধান আছে। বধূ নির্যাতন প্রতিরোধী আইন আছে। কেন্দ্র জানিয়েছে, সুপ্রিম কোর্ট বৈবাহিক ধর্ষণকে অপরাধ বললে সেটাও ঠিক হবে না।