আমুদরিয়া নিউজ : আতঙ্ক ছড়াচ্ছে গিয়ান বার সিনড্রোম। এই রোগে অবশ হয়ে যায় শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ। পুনেতে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়াতেই উদ্বেগ বেড়েছে। এই রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় ইনট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিন বা IVIg, যাতে মোট খরচ হতে পারে ৪ লাখ টাকারও কিছু বেশি। আরেকটি চিকিৎসা পদ্ধতিতে রোগীর প্লাজমা বদলে দেওয়া হয়, যাতে খরচ পড়ে প্রায় সাড়ে ৫ লাখ টাকা।
গিয়ান বার সিনড্রোমে আক্রান্ত রোগীর লক্ষণগুলির মধ্যে রয়েছে ডায়রিয়া, পেটে ব্যথা, জ্বর এবং বমি ভাব। দূষিত জল বা খাবার খেয়ে সংক্রমণ হতে পারে।