আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারোবিশা জোড়াই রোডে মঙ্গলবার রাতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘড়ি ও চশমার একটি দোকান। জানা গেছে মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ স্থানীয় কয়েকজনের নজরে পড়ে দোকানটিতে আগুন লেগেছে ও ধোঁয়া বেরোচ্ছে। তারা সাথে সাথে খবর দেন বারোবিশা দমকল কেন্দ্রে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে পুড়ে ছাই হয়ে গেছে দোকানে থাকা চশমা, ঘড়ি সহ চশমা তৈরির বিভিন্ন যন্ত্রপাতি।
খবর পেয়ে মালিক স্বপন রায় ছুটে আসেন ও দোকানের পরিস্থিতি দেখে কান্নায় ভেঙে পড়েন।তিনি জানান ক্ষতির পরিমান আট লক্ষাধিক টাকা। লাগোয়া দোকানগুলির কোনো ক্ষতি হয়নি।লাগোয়া দোকানের মালিকরা জানান দমকল সঠিক সময়ে আসায় আশপাশের দোকানগুলিকে আগুনের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। আগুন লাগার সঠিক কারন জানা যায়নি। দমকল কর্মীদের অনুমান বৈদ্যুতিন শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। আগুন লাগার কারন খতিয়ে দেখছে পুলিশ ও দমকল।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম