আমুদরিয়া নিউজ : সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেস পরিচালিত দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরী। সোমবার দিনহাটা পৌরসভার সকল কাউন্সিলরদের উপস্থিতিতে বোর্ড মিটিং হয়। সেই বোর্ড মিটিং-এর পরেই ব্যক্তিগত কারণ দেখিয়ে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন গৌরীশঙ্কর মহেশ্বরী। দিনহাটা পুরসভা এলাকায় বিল্ডিং তৈরির প্ল্যান পাশ করানোর জন্য ডুয়ো রসিদ কেটে একটি চক্র টাকা আত্মসাৎ করছে বলে অভিযোগ উঠেছে। তারা পুরসভার কথা বলে বিল্ডিংকরাসম্প্রতি তৈরির প্ল্যান পাশের নামে জনসাধারণকে ভুয়ো রসিদ দিচ্ছেন বলে অভিযোগ। এই বিষয়ে দিনহাটা থানায় অভিযোগ জানানো হয়েছে।এমতাবস্থায় এই দুর্নীতির যথাযথ তদন্তের জন্য এদিন চেয়ারম্যান নিজে পদত্যাগ করেন। তিনি যে পদত্যাগ করতে চলেছেন তা নিয়ে এদিন সকাল থেকে শহরে জল্পনা শুরু হয়। সেই জল্পনা আরও উস্কে দেন দিনহাটা পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আলোক সেন।
সম্প্রতি দিনহাটা পৌরসভা এলাকায় বিল্ডিং প্ল্যান পাশ নিয়ে জাল রসিদ দিয়ে একটি চক্র কিছু মানুষের থেকে টাকা নিয়েছে বলে অভিযোগ। সেই দুর্নীতি সামনে আসায় বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। সম্ভবত সেই কারণে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান আজ পদত্যাগ করলেন বলে অনেকে মনে করছেন। পদত্যাগের পর এদিন গৌরীশঙ্কর মহেশ্বরী জানান,শহরের অনেকে বিল্ডিং প্ল্যান বিষয়ে অভিযোগ নিয়ে আসছেন। তাদের অনেকে বিভ্রান্ত। একটা চক্র পুরসভার বাইরে দুর্নীতি করছে। তার সাক্ষর ও পুরসভার সিল জাল করে চক্রান্তকারীরা টাকা আত্মসাৎ করছে। পুলিশ সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করুক। তদন্তের স্বার্থে ও সুবিধার জন্য তিনি পদত্যাগ করলেন।