আমুদরিয়া নিউজ : রাজ্যের অধিকাংশ জেলায় আগামী দু’দিনে তাপমাত্রা কিছুটা কমার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোথাও। আবহাওয়া শুষ্ক থাকবে। রবিবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের কয়েকটি জেলা- দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আপাতত কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই।