আমুদরিয়া নিউজ: ১৯৯৭ সালে যাত্রা শুরু। ভিনদেশি তারা, জুজু, ব্রহ্মা জানেন, ত্বকের যত্ন নিন, মন, বন্ধু তোমায়, সুইটহার্ট, অঙ্ক কী কঠিন, বানভাসি আরও কতশত হালকা কথার নরম সুরের গানে গুনগুনিয়েছেন একনিষ্ঠ চন্দ্রবিন্দু ভক্তরা। ২৭ বছর পর দশম অ্যালবাম বের করলেন অনিন্দ্য-উপলরা। নাম তার ‘টালোবাসা’। সামাজিক মাধ্যমে শ্রোতা বন্ধুদের সেই আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি উপল জানালেন, এবারে ছুঁয়ে দেখার সাথে নস্টালজিক গন্ধের ছন্দে মেতে উঠবেন নাইন্টিজরা। টাইম টেবিলে কলের গানের আমেজ নিতে পারবেন তারা। এই ভেবেই আইটিউনস আর স্পটিফাইতে শুধুই শোনার যুগে আনলেন রেকর্ড প্লেয়ার। ভিনদেশ থেকে প্রকাশিত লিমিটেড এডিশনের ৩৫০ টি রেকর্ড পাওয়া যাবে ‘টালোবাসা’র, তবে করতে হবে আগাম বুকিং। এই সুবর্ণ সুযোগ কিন্তু বিন্দুমাত্র হাতছাড়া করতে চাইছেন না উৎসুক ভক্তরা। তবে অনলাইনেও শোনা যাবে এই অ্যালবামের গান।
