আমুদরিয়া নিউজ : আরজি কর কাণ্ডে সিবিআইয়ের চার্জশিটের ভিত্তিতে প্রধান অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন হল। আগামী ১১ নভেম্বর থেকে বিচার প্রক্রিয়ার শুনানি শুরু হবে। সোমবার চার্জ গঠন হয়। শিয়ালদহ আদালতে তোলা হয় সঞ্জয়কে। সে আবারও নিজেকে নির্দোষ বলে দাবি করে চেঁচায়, তাকে ফাঁসানো হয়েছে বলে।