আমুদরিয়া নিউজ : বন্যপ্রাণী সংরক্ষণের জগতে এক অপ্রত্যাশিত মোড়। ৮০ বছর লুকিয়ে থাকার পর আবার সামনে এল এক প্রজাতির মাছ। হিমালয়ের পাদদেশে অবস্থিত কালিম্পং শহরে হয়েছে এই আবিষ্কার। অনেক দিন ধরেই দেখা পাওয়া যাচ্ছিল না ওই মাছের। গবেষকরা সিদ্ধান্তে এসছিলেন, যে চিরতরে হারিয়ে গিয়েছে চেল স্নেকহেড নামের ওই মত্স্য প্রজাতি। প্রায় আট দশক পরে আবার সম্প্রতি সামনে এসছে ওই প্রজাতির মাছ। উজ্জ্বল সবুজ আঁশ এবং বিশাল আকারের এই অধরা শিকারী প্রাণীটির আবার দেখা মিলেছে হিমালয়ের এক প্রত্যন্ত নদীতে।
