আমুদরিয়া নিউজ : ২০২৪ সালের রসায়নে নোবেল পেলেন ডেভিড বেকার, ডেমিস হাসাবিস এবং জন জাম্পার। ডেভিড বেকার যুক্তরাষ্ট্রের নাগরিক। ডেমিস হাসাবিস ও জন জাম্পার ইংল্যান্ডের নাগরিক।
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন এর জন্য, এবং ডেমিস হাসাবিস ও জন জাম্পারকে যৌথভাবে প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন এর জন্য রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।