আমুদরিয়া নিউজ : তাঁর বয়স ৯০ বছর। কীসের বার্ধক্য! তিনি ভারোত্তল প্রতিযোগিতায় নাম দিয়ে অনায়াসে তুলতে পেললেন ৩৫ কেজি ওজন। তাঁর নাম চেং চেন চিন-মেই। তাইওয়ানের বাসিন্দা চেং চেন। সম্প্রতি তাইওয়ানের রাজধানী তাইপের এক ভারোত্তোলন প্রতিযোগিতায় অনায়াসে ৩৫ কেজির বার তুলে আলোড়ন ফেলেছেন তিনি।
তিনি যখন ওজন তোলেন, তখন দর্শক আসনে ছিলেন তাঁর সন্তান, নাতি-নাতনি ও পরের প্রজন্ম। সকলেই হাততালি দিয়ে দাঁড়িয়ে পড়েন। কারও চোখে জল দেখা যায়। চেন এত বয়সে ওজন তোলার প্রতিযোগিতায় কেন! তিনি কী বরাবর ওজন তোলেন!
জানা গিয়েছে, চেনের পারকিনসন রোগ ধরা পড়ে। তাঁর নাতনি তাঁকে ভারত্তোলনের বিষয়ে আগ্রহী করেন। টানা প্রশিক্ষণ নেন। তাতে তার শারীরিক ভঙ্গি ও গড়নের উন্নতিতে সাহায্য করে। ২০২৩ সালের অগস্ট থেকে এই যাত্রা শুরু করেছিলেন চেং চেন। তিন রাউন্ডের প্রতিযোগিতায় ৪৫ কেজি পর্যন্ত তুলেছেন তিনি। অবশ্য ৪৫ কেজি তোলার সময়ে একজন তাঁকে সহযোগিতা করেন।