আমুদরিয়া নিউজ : শীত আসতে বেশি দেরি নেই। কিন্তু, বর্যা যেন যাবে না।
বুধবার চেন্নাই সহ তামিলনাড়ুর কিছু এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। তাতে শহরের জনজীবন বিপর্যস্ত।
আবাসিক এলাকা ও রাস্তাঘাট হাঁটু জলে ডুবে রয়েছে। রেললাইনে জল উঠেছে। কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।