আমুদরিয়া নিউজ : বরাবরই তিনি শিশুদের ভালোবাসেন। সুযোগ পেলে শিশুদের আদর করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শিশু দিবসে সেই ছবি দেখা গেল দার্জিলিং পাহাড়ে। অনেকটা সময় কাটালেন শিশুদের মাঝে। কচিকাঁচাদের সঙ্গে আলাপচারিতায় মারলেন মুখ্যমন্ত্রী। শিশুদের আদর করলেন। তিন দিনের সফরে দার্জিলিংয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিশেষ দিনে শিশুদের প্রতি তার ভালোবাসা ও স্নেহ ফের দেখা গেল।