আমুদরিয়া নিউজ : ‘সিঙারাময়’ হিমাচলের রাজনীতি! এক সাইবার শাখার উদ্বোধন করতে সিআইডি সদর দফতরে গিয়েছিলেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। দিনটি গত ২১ শে অক্টোবর। মুখ্যমন্ত্রীর জন্য এক বিলাসবহুল হোটেল থেকে কেক ও সিঙারা জলখাবার হিসেবে আনানোর ব্যবস্থা করা হয়। কিন্তু তা নাকি পৌঁছয়ইনি মুখ্যমন্ত্রীর কাছে। বরং তাঁর নিরাপত্তাকর্মীদের মধ্যে বিলি করা হয় সেই জলখাবার, এমনটাই অভিযোগ ওঠে। এত বড় ভুল কেন, কীভাবে সম্ভব, সমস্ত কিছুর হদিশ পেতেই বিষয়টি নিয়ে শেষমেশ সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে হিমাচলের রাজ্য সরকার।