আমুদরিয়া নিউজ : ৭ বছরের শিশুকে চকলেটের টোপ দিয়ে ধর্ষণ করে খুনের অপরাধে এক নিরাপত্তা রক্ষীকে ফাঁসি দেওয়ার নির্দেশ দিল আদালত। ২০২৩ সালের ৩০ ডিসেম্বর আগ্রায় একটি এলাকায় ওই ঘটনা ঘটে।
আদালতে দেওয়া পুলিশের রিপোর্ট অনুযায়ী, বাড়ির সামনে খেলছিল শিশুটি। তখন নিরাপত্তা রক্ষী রাজবীর সিং লজেন্সের টোপ দেখিয়ে তাকে নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানেই ধর্ষণের পরে শিশুটিকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করে। তাতে মেয়েটির মৃত্যু হয়নি। তখন ভারী পাথর দিয়ে আঘাত করে মেয়েটিকে মারে সে। তার পর পালিয়ে য়ায় রাজবীর। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে তল্লাশি চালিয়ে রাজবীরকে গ্রেফতার করে। রাজবীরের ফাঁসির সাজা হওয়ায় শিশুটির বাড়ির লোকজন কিছুটা স্বস্তিতে। তবে তাঁরা কান্নায় ভেঙে পড়েন আদালতেই।
Leave a Comment