আমুদরিয়া নিউজ : এক শিক্ষিকা একটি ভিডিও তুলেছেন। তাতে দেখা যাচ্ছে, ক্লাসের ছোট পড়ুয়ারা একে অপরের থেকে টাকা তুলছে। কোনও উপলক্ষ্য নেই। কিছু নেই। তাও এমন করছে কেন খুদেরা ? জানা গেল, পিকনিক যাওয়ার প্ল্যান হয়েছিল। সবাই রাজি। কিন্তু শুধু একজনের কাছে টাকা নেই। সেই দোস্তকেই পিকনিকে শামিল করানোর জন্য এমন আন্তরিকতা খুদেদের। চাঁদা তুলে তাদের ইয়ারকে তারা পিকনিকে নিয়ে যেতে চায়। ঘটনায় চোখে জল সেই পড়ুয়ার। ভিডিও দেখে চোখে জল নেটিজেনদেরও।
