আমুদরিয়া নিউজঃ কোচবিহার জেলা বইমেলায় সাড়ম্বরে পালন করা হল বড়দিন। বুধবার দুপুরে বই মেলায় শিশুদের দিয়ে কেক কেটে বড়দিন উদযাপন করা হয়। বড়দিনের উৎসব উপলক্ষে এবার বিশেষ উদ্যোগ নিয়েছিল বইমেলা কমিটি ও জেলা তথ্য সংস্কৃতি দফতর। বইমেলা প্রাঙ্গনে তৈরি করা হয়েছিল স্পেশাল চিলড্রেন কর্ণার। সেখানে শিশুদের দিয়ে কেক কেটে বড়দিন পালন করা হয়। শিশুদের কেক খাওয়ানো হয়। সেখানে বিভিন্ন ধরনের বই রাখা হয়েছিল। এদিন শিশুদের মাঝে বড়দিন পালনে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ও কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এদিন সেখানে থাকতে পেরে তিনি স্বভাবতই ভীষণ আপ্লুত হন।
কোচবিহার জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক অঙ্গীরা দত্ত জানান, বইমেলায় এবার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রিসমাস উপলক্ষে বইমেলায় শিশুদের জন্য স্পেশাল চিলড্রেন কর্ণার তৈরি করা হয়েছে। সেখানে শিশুদের জন্য বিভিন্ন ধরণের বই রাখা ছিল। শিশুদের কেক খাওয়ানো হয়। অন্যদিকে বইমেলায় এই ধরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। কেক কেটে এইভাবে বড়দিনের উৎসবে সামিল হয়ে খুশি কচিকাঁচারাও।